#শব্দ বোমা
শব্দ যুদ্ধ বোমার চেয়ে অনেক বড় কঠিন,
মিথ্যের জোরে সত্য হারে হয়ে মিথ্যের অধীন।
শব্দ বোমায় মারতে মানুষ নামের জানোয়ার,
আয় ছুটে আয় বন্ধু তোরা- এসো আনোয়ার।
#সত্য যুগ
সত্য যুগ আজ ইতিহাসে মিথ্যে করে শাসন,
মিথ্যের দাপটে সত্যরা হারালো যে আসন।
দখল হয়ে যাচ্ছে ভালো খারাপের এই বাজারে
মন্দের শাসন সগৌরবে মিছিলে ঝাড়ে-ঝাড়ে।
মন্দরা আজ সব দখলে একা কোণে ভালো কাঁদে,
আসবে আলো ফের ফেরাতে এ জীবন আশায় বুক বাঁধে।
বৃহস্পতিবার, দাম্মাম, সৌদিআরব
২৩ ভাদ্র ১৪৩০, ০৭ সেপ্টেম্বর ২০২৩