#শান্ত শান্তির ভোর?
উঠবে যতো মনের ক্ষত হবেই ততো শোর,
সুখের জন্য মানুষ হন্য আনছে আঁধার ঘোর।
বিনা কষ্টেই সবাই সুখী!
চায় না তো কেউ হতে দুঃখী,
কেমন করে আসবে বলো শান্ত শান্তির ভোর?
#ভালোবাসার ছাই...
মন খারাপের এই যে অসুখ হউক তোমারও তাই,
একই ঔষধ সারবে অসুখ ডাক্তার যদি পাই।
প্রেমের রোগে পড়ছে যারা
মুক্তি কি আর পাইছে তারা,
সারা জীবন বয়ে গেছে ভালোবাসার ছাই।
বুধবার, দাম্মাম সৌদিআরব,
০২ কার্তিক ১৪৩০, ১৮ অক্টোবর ২০২৩