প্রেম সেতো সব সময়ই ভালো যদিও হয় রং তার কালো,
রং দেখে কি প্রেমে পরে প্রেমেই মনে আসে আলো।
আলোর ডাকে ঊষার আগে জাগতে ইচ্ছে জাগে,
সকাল বেলার হিমেল হাওয়া আমার আগেই বাগে।
বেগে যাওয়া সুখ গুলোকে খুঁজি আকাশ পানে,
দুঃখ যতো মনে ছিলো; দূর সুখের আগমনে।
আগমনের গান যেই বাজে সুখের আর শুধুই সুখ ,
কান্নারা আজ দূর গগনে হাসিতে ভরে বুক ।
বুকের কথা বলবো কি আর বুকেই থাকে জমা,
জীবন কি আর চলে নিয়ম ঠিক রেখে দাঁড়িকমা ।
০৭ অক্টোবর ২০১৭