যারে আমি বুকে ডাকি সেই যায় দূরে সরে
যার থেকে দূরে থাকি আমি সেই আসে ফিরে।
তারে বুঝাই ক্যামনে কী করে-
অবুঝ মন তার থাকে না ঘরে,
শুধু-শুধু আমায় নিয়ে সে-জন থাকে ঘিরে ।
ভালো থাকার ভালো রাখার মালিক এক ঐ তিনি
প্রেমের মোহে সুন্দর এই পৃথিবী সৃজিলেন যিনি,
তিনি এক অদ্বিতীয়
নয় যে তিনি তৃতীয়,
তার ইশারায় চলে বিশ্ব জগৎ তাকেই প্রভু মানি।
২৪ ডিসেম্বর ২০১৭