#কুসংস্কার
'খালি কলসি বাজে বেশি' 'অল্প বিদ্যা ভয়ংকর',
কাকের ডাকে বিপদ আসে প্যাঁচার ডাক নয় শুভঙ্কর।
জিভ কাটিলে গালি দিছে
হাঁচি দিলে নাম যে নিচে,
কুসংস্কারে ভরে গেছে শহর গ্রামের সব অন্তর।
#চোখের ভাষা
অনেকগুলো বললে কথা বাড়ে শুধুই ব্যথা,
অল্প কথায় ব্যক্ত বেশি ঠাণ্ডা থাকুক মাথা।
চুপ থাকাটা অনেক সময়
জীবনে দেয় আনন্দময়,
চোখের ভাষায় বলতে পারে সেই তো আসল ত্রাতা।
বৃহস্পতিবার, দাম্মাম সৌদিআরব
২৭ আশ্বিন ১৪৩০, ১২ অক্টোবর ২০২৩
শুভঙ্কর/ শুভংকর – মঙ্গল জনক।