#
আমার আকাশ তোমার বাতাস চন্দ্র সূর্য তারা
ভালোবেসে আমরা দু’জন হলাম পাগলপারা ।।
#
ও আমার পুষ্প মালতী কেনো ঊষায় হারাও
নিশি রজনী তোমায় ভেবে অঞ্জলীতে দাঁড়াও ।
#
চলে গেছো সেই ক’বে রয়ে গেছে পিছুটান
খুঁজেছি তোমায় ফিরিয়ে দিতে সেই প্রতিদান ।
#
আগুন বুকে অশ্রু চোখে মানুষ দুঃখে মানুষ সুখে
বোবা মুখে হৃদয় শোকে জ্বলে পানে চুন যে থাকে ।।
#
কখন পাবো তোমার দেখা প্রাণের সখা সয়না তো আর মনে,
জলদি আসো মনের ঘরে বুকের ব্যথায় কাঁদি জনে-জনে ।