#
গুরু তোমার হাতে ধরি পায়ে পরি পাড় করে দাও খেয়া তরী,
একা আমি মাঝ পথেতে আছি পরি কূলের খুঁজে দেখাও বাড়ী ।
#
যেখানেই থাকি যেভাবেই থাকি তোমায় মনে পড়ে প্রিয় জন্মভুমি
পাথরের পৃথিবীর বুকে মরুর কাছে এতোকিছু তবু স্বপ্নে তোমার মাটি ছুঁমি ।
#
আকাশ-বাতাস সাগর-নদী সৃষ্টি না হতো যদি
কেমন হতো এই ধরনী ভাবছি তা নিরবধি ।
#
আমি আসবো ফিরে সকাল হলে, পাবো কি ওপ্রিয় ফিরে এলে ।
#
ভয় ক্ষয় পরাজয় এই তো আমার নয় ।