#
সকালে তোর ‘শুভ সকাল’ বার্তায়
দিনটা আমার শুভ-শুভ কাটে,
রাতটা আসে আঁধার ঘুমের আগে
‘শুভ রাত্রী’ রাতটা ভালো কাটে ।।
#
উপরে সব সাদা টাকা টেবিল নীচে কালো
এই সমাজে মান্য তুমি; তুমিই লোকটা ভালো ।
তোমার কথায় সমাজ চলে উঠে যে আর বসে
দলটা তোমার অনেক বড় লক্ষ্য হাজার পাশে ।
#
যতোটা দোষ আমার একাই, আমিই অপরাধী
বলবো না আর কোনো কথা তুমিই থাকো বাদী ।
মন্দ আমার সব গুলো আজ ভালো কোথায় পাও
কী করিলে তোমার প্রিয়; তুমি যে কি চাও ?
দাম্মাম ২০১৯