#
আমার এক টাকা আমি ছাড়বো না
আমার নয়, লাখ টাকা ধরবো না ।
#
জন্ম আর মৃত্যু মাঝখানের নাম 'জীবন'
এই খেলাটায় কেউ হারে কেউ জিতে এমন ।
#
যে ছিলো তোমার মনের মণি কোঠায়
সেই এখন দূরে দাঁড়িয়ে ঠায় ।
#
আমার একটি নির্ঘুম রাত তোমাকে দিলাম
তার বিনিময়ে তোমার সকালটা নিলাম ।
#
চলো ব্যস্ত জীবন থেকে ঘুরে আসি রমনা শিশু পার্ক আর ওল্ড সিটি
তোমার প্রতি রইল আমার এই উড়ো চিঠি ।