দশ টাকার মাল পাহারাতে খরচ দাঁড়ায় ছেচল্লিশ
সোনার বাংলায় চোরের জ্বালায় থাকবেনা আর দিশ ।
গাছে ডালে লতা পাতায় সব খানে যে পোক
কীট মারার ঐ ওষুধেও ভেজাল; কাঁপে বুক ।
কার হাতে দেশ নিরাপদ সব হাতেই তো আপদ
রক্ত মাখা হাত গুলো রাজ আতঙ্কে জনপদ ।
বাধা দেয়ার লোক গুলো আজ চুপ করে সব সয়
বীরের জাতি ইতিহাসে আজকে সোনার বাংলা নয় ।


০২ আশ্বিন ১৪২৬, ১৭ সেপ্টেম্বর ২০১৯

টীকাঃ-দশ কোটি টাকার সরঞ্জাম পাহারায় ব্যয় ৪৬ কোটি টাকা ।