#চুপ থাকাটাই উত্তম
আমার যাহা সবই প্রিয় লুটছে রাজার লোকে,
নিঃস্ব করে বিশ্ব মাঝে রাখছে আমায় শোকে।
মুখের ভাষা তাও কেড়েছে
চোখের দেখা খুব বেড়েছে,
চুপ থাকাটাই উত্তম এখন থাকনা থাকুক দুখে।

#বাপের শক্তি
কথার জোরে লুটছে ভোরে দিনে-রাতে মিলে,
একটু পাপের ভয় লাগে না বাপের শক্তি দিলে।
কর্তা যিনি ভর্তা ভাজে
মুখ লুকিয়ে ভালো সাজে,
মুখোশ আড়াল সব কেড়েছে লুটে সবই নিলে।

বুধবার, দাম্মাম, সৌদিআরব
২৯ ভাদ্র ১৪৩০, ১৩ সেপ্টেম্বর ২০২৩