বাসর যখন ভাঙ্গবে তোমার শূন্য করে ধরা
ডুবে যাবে পাতাল তলে খাবে যখন ধরা ।।
আঁধার ঘোরে রাখছো মোরে ভুলে চতুর ভাষায়
ছলচাতুরী লাগে না কাজ মিথ্যে ভালোবাসায় ।
মন ভোলানো দৃষ্টি দিয়ে কাঁড়লে সকল সৃষ্টি
কাঁদবে তুমি অঝোর ধারায় চোখে যেমন বৃষ্টি ।
১৫ শ্রাবণ ১৪২৬, ৩০ জুলাই ২০১৯