#চেতনা
চেতনা তোমার জাগ্রত উঠে দাঁড়াও মানুষ,
আর কতোকাল থাকবে ঘুমে বিবেক জাগাও আনো হুঁশ।
শিক্ষা জীবন হয়না যে শেষ মৃত্যু তক শেখো,
চীন দেশে যাও পশ্চিম মেরু সারা বিশ্ব দেখো।
#অপরূপ সৃষ্টি
এতো সুন্দর সৃষ্টি তোমার কতো সুন্দর তুমি?
কৃপায় তোমার বেঁচে আছি সৃষ্ট তোমার ভূমি।
তোমার রাজে আকাশগঙ্গা সর্ব তোমার সৃষ্টি,
নেই কোথায় নেই সত্তা তোমার যেদিকে যায় দৃষ্টি।
সোমবার, দাম্মাম, সৌদিআরব
২৭ ভাদ্র ১৪৩০, ১১ সেপ্টেম্বর ২০২৩