#ভিনদেশী বেনামে
স্বপ্নগুলো হচ্ছে চুরি উন্নয়নের নামে,
স্মৃতিগুলো মিশে মাটি সভ্যতারই দামে।
একটু আলোর ধরে হাতে-
চাইছি যে দেশ চলুক সাথে,
হচ্ছে দখল সব কিছু আজ ভিনদেশী বেনামে।

#চলছে জীবন ধন্দে
চলছে জীবন কোন সে ধন্দে বুঝে না তা বন্দে,
নিত্যদ্রব্যের বাজার দেখে যাচ্ছে মানুষ মন্দে।
আয়ের চেয়ে ব্যয় যে বেশি
দুঃখ কষ্ট রাশিরাশি,
সুখের আশায় দুঃখ ভাগে নেই তো কেউ আনন্দে।


রবিবার, দাম্মাম, সৌদিআরব
২০ কার্তিক ১৪৩০, ০৫ নভেম্বর ২০২৩