#বন্দি জীবন খানা
ভাব সকল-ই হয়না প্রকাশ বলার থাকে মানা,
গুমরে মরে মনের ঘরে হয়না তো আর জানা।
কতো কষ্ট সইলে মানুষ
সুখের দেখা আসবে যে হুঁশ,
বলতে গেলে সকল কথা বন্দি জীবন খানা।

#ঘাত প্রতিঘাতে
যার জীবনে বেদনার সুর গান তুলে রোজ এক সাথে,
দুঃখ নামের জুজুরই ভয় মুক্ত থাকে দিনে-রাতে।
তার দেখা তার অযুত-নিযুত
বাস্তবতায় জীবন নিখুঁত,
বেঁচে থাকা শিখে গেছে যে ঘাত প্রতি ঘাতে।

#প্রেমিক পথভ্রষ্ট
যার জীবনের সুখের জন্য নিজেই নিলে কষ্ট,
সেই তোমারে সুখের নামে করছে জীবন নষ্ট।
অন্ধ ছিলে ডুবে প্রেমে
বধির হলে বরফ জমে,
আলোর পথে আর ফেরে না প্রেমিক পথভ্রষ্ট।

মঙ্গলবার, দাম্মাম, সৌদিআরব
১৮ আশ্বিন ১৪৩০, ০৩ অক্টোবর ২০২৩