#বলিদান
রক্ত নদী দিলাম পাড়ি ত্রিশ লক্ষ প্রাণ,
তিন লাখে মা-বোনের সম্ভ্রম করলাম কেনো দান?
এই দেশ আমার স্বপ্নে দেখা
নয়তো সোনার বাংলা রেখা,
শকুনেরই ছোবলে দেশ; দিচ্ছে বলিদান।

#জীবন গড়বড়
ঘুমের ঘোরে দেশের মানুষ যাক নিয়ে যাক সব,
আওলিয়ার এই দেশে রহম দেবে মহান রব।
‘যে জাতি তার নিজের ভাগ্য
পায় না বদলাতে অযোগ্য,
স্রষ্টা তাদের দেয় না সহায়! তাদের জীবন গড়বড়।

#চোর ভাগে...
বর্গী এসে সব খেয়েছে এইতো কিছু আগে,
দেশী বর্গীই খাচ্ছে এখন কেউ কি আর জাগে।
চুপ করে সব দেখছে সবাই
গোল্লায় যাক দেশ আমার বাই-বাই,
জাগবে ক'বে বীর বাঙ্গালী; জাগলেই চোর ভাগে।

মঙ্গলবার, দাম্মাম, সৌদিআরব
১১ আশ্বিন ১৪৩০, ২৬ সেপ্টেম্বর ২০২৩