#অবুঝ
দুনিয়ার এই মিছে মোহে ডুবে থাকছি রোজ
অনন্ত সেই দিনের কি আর রাখছি কোন খোঁজ?
আপনারে নিয়েই ব্যস্ত
করতে চাই সব অধীনস্থ,
বুঝার মানুষ হয়েও তুমি থাকছো যে অবুঝ।
#জন্ম-মৃত্যু একই সূত্রে
সময় যখন ডাক পাড়িবে যাবেনা আর থাকা
কতোই আড়াল যতোই দূরে- প্রাণটা ধরে রাখা।
আসবে তখন মৃত্যু-ই দূত
হয়ে যাবে তুমি যে ভূত,
জন্ম-মৃত্যু একই সূত্রে; বাকী সবই ফাঁকা।
শনিবার, দাম্মাম, সৌদিআরব
১৮ ভাদ্র ১৪৩০, ০২ সেপ্টেম্বর ২০২৩