#বোধন
বোধন যখন জাগবে তোমার থাকবে শুধুই রোদন,
দিনের শেষে শূন্য বেশে চাইবে করতে শোধন।
সময় যতো ছিলো বাঁধা-
কাটলো বেলা ঘুমেই আধা,
অবশেষে ছিন্ন হবে পৃথিবীর সব বাঁধন।
#বেলাশেষে
আসবে যখন জীবনবোধে; বেলা তখন শেষ,
ভাববে না কেউ তোমায় নিয়ে র'বে না বিশেষ।
বিশে কিশোর চল্লিশ যুবক
ষাটে বৃদ্ধ সত্তর সবক,
চাওয়া-পাওয়ার হিসেব ভুলে হবেই নিরুদ্দেশ।
সোমবার, দাম্মাম সৌদিআরব
২৪ আশ্বিন ১৪৩০, ০৯ অক্টোবর ২০২৩
সবক - পাঠ; দৈনিক পড়া; শিক্ষা।