#বাস্তবতা
বাস্তবতার কঠিন আঘাত কোমল শীতল জীবন,
পূর্ণতা পায় শূন্য ভুবন খাঁটি সোনা যেমন।
রক্ত দানে শক্ত মনে
খাঁটি মানুষ সর্বজনে,
মুক্তি যে পায় শক্তি বানে সুখি নিয়ে আপন।

#করলে আদেশ
যতো দিনে জাগবে বোধন সময় তখন শেষ,
এই জীবনের অল্প সময়ই ভালো কাটুক বেশ।
সুখ আর দুঃখ মিলেমিশে
কান্না-হাসি আশে-পাশে,
হঠাৎ একদিন চলে যাবে করলে আল্লাহ আদেশ।

বৃহস্পতিবার, দাম্মাম, সৌদিআরব
০১ অগ্রহায়ণ ১৪৩০, ১৬ নভেম্বর ২০২৩