#ব্যথার ছায়াছবি...
প্রেম যদি হয় সুখের ছবি দুঃখ তারই কবি,
স্মৃতি যদি দুঃখেরই হয় ব্যথার ছায়াছবি।
কাঁদলে মানুষ চোখের জলে-
হাসির মুখটা যে তার ঝলমলে,
প্রেম বিরহে কথাগুলো থাকে মনে সবই।

#সম্পর্কের ক্ষয়
ভালো লাগা থেকেই ভালোবাসার জন্ম হয়
একবার তারে ধরলে মনে ভুলে থাকা নয়।
সুখে-দুঃখে মিলে-মিশে
থাকবে পাশে ভালোবেসে,
অবিশ্বাসে ভাঙ্গবে যে ঘর, সম্পর্কের ক্ষয়।

শুক্রবার, দাম্মাম, সৌদিআরব
২১ আশ্বিন ১৪৩০, ০৬ অক্টোবর ২০২৩