প্রকৃতির মায়ায় জড়ানো ভালোবাসার ছবি,
দেখে মুগ্ধ প্রাণে গান কবিতা বানে কবি।
বাংলা আমার প্রাণে দাবী
হারামখোর সব কবে যাবি?
স্বাধীন দেশের স্বাধীন মানুষ জ্বলে বুকে রবি।
বুধবার, দাম্মাম, সৌদিআরব
২৯ ভাদ্র ১৪৩০, ১৩ সেপ্টেম্বর ২০২৩
কবি- মোঃ সিরাজুল হক ভূঞা মহোদয়কে উৎসর্গ করে।