#ভালোর খুঁজে...
ভালোর খোঁজে দশের ভিড়ে দেখি নিজের ভালোই নাই,
হাজার খারাপ বাজার ভরে শূন্য আপন যাকেই পাই?
কান্নার ভাঁজে দুঃখ সাজে
নিত্য বাজে চোখের লাজে,
অযুত-নিযুত মানুষ দেখি ভালোর তরে কোথায় যাই।
#শকুন
ভালো ছিলো দেশে যতো দখল নিলো সব শকুনে,
ভরে গোলা শাসক গোষ্ঠী কৃষক কী পায় শস্য বুনে?
ধনী আরো হচ্ছে ধনী-
গরীব বয়ে অভাব খনি,
নিত্য দুঃখি মিতব্যয়ী ধনীরা সুখ ক্ষণে-ক্ষণে।
#আপস তলে-তলে
সব কিছু যে আমারই চাই দেশ যাক রসাতলে,
ভিনদেশীরা শোষণ করে আপস তলে-তলে।
ক্ষমতা এক মায়ার মোহ-
শাসক শকুন নখে লৌহ,
এতো লুটে কিছু মানুষ! ভিড়ে ওদের দলে!
বুধবার, দাম্মাম, সৌদিআরব
১৯ আশ্বিন ১৪৩০, ০৪ অক্টোবর ২০২৩