সুন্দর কেই ভাসি ভালো করি যে তারে আদর,
গুনবতী যদিও কৃষ্ণকলি করিনা তার কদর।

মিশ্র স্বাদে মন ভরে যায়, বলে তারে ককটেল
প্রেমের খেলায় হয়নি জয়ী করেছি কিন্তু ফেল।

মুগ্ধ আমি মুগ্ধ হই রোজ দেখে কতো কিছু
মুগ্ধতায় পৌছায় আমায় সত্যের পিছু-পিছু।

ভালো লাগা ভালোবাসা মিষ্টি মধুর আশা,
সুখ যে ভরে মনের ঘর নয় তো নিরাশা।

০৭ অক্টোবর ২০১৭