#ভালোবাসা যতো
স্বার্থহীনে ভালোবাসায় রয় না দুঃখ এতো,
মনের মানুষ দুঃখ দিলে হয় যে বেশি ক্ষত।
লোভ-লালসায় ডুবলে মানুষ
জ্ঞান হারা হয় থাকে না হুঁশ,
অন্তর জুড়ে সুখের আশায় ভালোবাসা যতো।
#জীবন বাঁকে
যার প্রেমে তার মধুর মিলন সুখ শুধু না থাকে,
দুঃখ সাথে চলার পথে কষ্ট বুকে রাখে।
কান্নারা সব প্রয়োজনে
সুখে থাকার আয়োজনে,
পুষ্প কানন সাজায় মানুষ আপন জীবন বাঁকে।
বৃহস্পতিবার, দাম্মাম, সৌদিআরব
১০ কার্তিক ১৪৩০, ২৬ অক্টোবর ২০২৩