ভালো থাকার জন্য লড়াই করছে হাজার লোক,
কেউ সুখি হয় কারো জীবন থাকে শুধুই শোক।
বিরিয়ানি কেউ ডাল-ভাতে
ফিরনি পায়েস কারো পাতে,
ভাগ্য খেলায় জীবন বেলায় কেউ চালাক কেউ বোক।

রবিবার, দাম্মাম, সৌদিআরব
১৬ আশ্বিন ১৪৩০, ০১ অক্টোবর ২০২৩

(বোক-বুদ্ধিহীন)