ছুটি যখন নিয়েছিলো সুখ নামের ঐ পাখি
তবুও জীবন চলছিলো সেই রয়েছিলো বাকী ।
বাকীর খাতায় ফাঁকি রেখে শূন্য করে বুক
চলে গেলো সুজন সখি বন্ধ ছিলো মুখ ।
মুখ ফুটে আর হয়নি বলা তারে ভালোবাসি
অতৃপ্ত মন আজো আশে থাকি তাই কাছা-কাছি।
কাছে থাকার কথা বলে 'রাখেনি সে কথা'
কে যে তারে এমন করে খেয়েছে তার মাথা ।
মাথায় তুলে রেখে ছিলাম লাগেনি পায় মাটি
যতোটুকু ভালোবাসি সব টুকুই তো খাঁটি ।
খাঁটি কথার দাম রাখেনা উল্টো পথের দেশ
যদিও সে অনেক দূরে - রয়েছে তার রেশ।
রেশ কাটেনি তার এখনো জাগে আমার মনে
খুঁজি তারে দেশ-বিদেশে জিজ্ঞাই জনে-জনে ।
জনা বিশেক জানে হয় তো তোমার-আমার প্রেম
লুকিয়ে মোরা মজে ছিলাম দেইনি হতে জ্যাম ।
৩০ এপ্রিল ২০১৯