#বাধা আসবেই
গড়তে জীবন সত্য সুন্দর বাড়াও যদি পা,
প্রতিপদেই থাকবে বাধা আসবে শতো ঘা।
হাজার মানুষ মন্দ খোঁজে
ভালোর খবর কেউ না বোঝে,
নামাতে ঘাড় ধরবে চেপে রাজ্যের সব প্রজা।
#মানবতা গুমরে মরে
মানবতার বললে কথা লাগে ওদের ব্যথা,
মরছে মানুষ মারছে ওরা এটাই যেনো প্রথা।
গুমরে মরে মানবতা
সাদা মনের উদারতা,
মন্দরা সব জোর দেখিয়ে বলছে সবই যথা।
মঙ্গলবার, দাম্মাম, সৌদিআরব
২২ কার্তিক ১৪৩০, ০৭ নভেম্বর ২০২৩