#রাজনীতির মন্দ খেলা
চলছে স্বদেশ ঘোড়ার পিঠে দুর্নীতির মহা উৎসব,
চোর গুলো সব এক কাতারে ভিড়ছে কান্ড উদ্ভট।
কে বেশি চোর চলছে লড়াই
দেশের অর্থে বিদেশ বড়াই,
রাজনীতির এই মন্দ খেলায় হারাচ্ছে দেশ সব।

#দেশ প্রেমের সনদ?
দেশকে ভালো কতো টুকু বাসতে তুমি পারো,
সনদ তোমার জালি নাকি? মিছে বাজী ধরো।
কেমনে তুমি দেবে প্রমাণ
দেশ প্রেমেরই মান অভিমান,
জমা বুক না রেখে- মুখের জোরে চিৎকার করো।

সোমবার, দাম্মাম সৌদিআরব,
৩১ আশ্বিন ১৪৩০, ১৬ অক্টোবর ২০২৩