#হীতে বিপরীত
পাগলা ঘোড়া মানব জীবন এই অশান্তিরই কারণ,
হীতে বিপরীত ভাবে যে সব ভালো করাই বারণ।
মন্দ দলে লোক সমাগম
ভয়ে বন্ধ হচ্ছে যে দম,
এই পৃথিবী করবে কি আর মন্দ লোকের ধারণ?

#বাঁচার ইচ্ছে    
ধন্দ কিংবা দ্বন্দ্ব জীবন বড় সন্দেহ,
ভালো-মন্দ বুঝবে কেমন মাটির এই দেহ ?
যার চেহারায় আলো ঝরে
সাদা মনের মানুষ গড়ে,
কালোর মাঝে আলোয় বাঁচার ইচ্ছে রন্ধ্রে-রন্ধ্রে।

রবিবার, দাম্মাম, সৌদিআরব
২০ কার্তিক ১৪৩০, ০৫ নভেম্বর ২০২৩