দারুণ মধুর স্বপ্ন দেখায় কেড়ে নিলো ঘুম
অকারণে মড়ক নামে বেঁচে থাকার ধুম।
'আপনি বাঁচলে বাপের নাম'
মরে গেলে ভুলবে ধাম,
জানাজাতেই যাবে লোকে কবর একা ধূম।
মঙ্গলবার, দাম্মাম, সৌদিআরব
১৮ আশ্বিন ১৪৩০, ০৩ অক্টোবর ২০২৩
#মড়ক- মারী, মহামারী, সংক্রামক রোগে বহু সংখ্যক লোকের মৃত্যু।
#ধুম- সমারোহ, জাঁকজমক বিবাহে ধুম.; ভিড়, আধিক্য
#ধাম- নিবাস-স্থল ধরাধাম, আবাস-স্থল মাতৃধাম, তীর্থক্ষেত্র পুরীধাম, আধার গুণধাম।
#ধূম - ধোঁয়া