যাকে তুমি দেখাও যে ভয় কেড়ে নেবে সব,
সব হারিয়ে আগে থেকেই করছে কলরব।
যার কিছুই নেই সব হারিয়ে আগেই সর্বস্বান্ত,
কীসে তারে হারাবে যে ধারনা সবই ভ্রান্ত।
ভ্রান্তি তোমার ভাঙ্গবে যখন তুমিই তখন নিঃস্ব,
'খাল কেটে যে আনবে কুমির' হাসবে সারাবিশ্ব।
বিশ্ব মাঝে তুমিই একা হবেনা কেউ সঙ্গী,
আসা-যাওয়ার এই খেলাতে একাই যে আতরঙ্গী।
মঙ্গলবার, দাম্মাম, সৌদিআরব
৩১ শ্রাবণ ১৪৩০, ১৫ আগস্ট ২০২৩