কোথায় থেকে এলে তুমি কোথায় যাবে শেষে
মাঝখানের এই জীবনটাকে এতোই ভালোবেসে।
কী পেয়েছো হারাইছো কি হিসেব কি তার রাখো
হেলায়-ফেলায় কাটছে জীবন সুখ কি তুমি মাখো।
দুই দিনের এই রঙ্গীন জীবন মূল্যহীন শূন্য
যদি না তারে গড়তে পারো পরিপূর্ণ।
ভালো-মন্দ নিয়েই জীবন; মন্দ করতে দূর
আঁধার-কালো যতোই আসুক জ্বালাও ভালোর নুর।
ইবাদতে সাজাও জীবন ভক্তিতে রাখ প্রভু
সঠিক পথে থেকো তুমি হারবেনা পথ কভু।
দাম্মাম, সৌদিআরব
জুন ২০২৩