তিন বছরেই দূর হবে দুঃখ এমন পদ্য কোথায়?
এই কবিরাজ কোথায় আছে তারে খুঁজতে যাই।
আদ্য প্রান্ত একই জীবন
নিরবদ্য সব হয়না আপন,
নৈবদ্য তার করবো গ্রহণ যদি খুঁজে পাই।

বুধবার, দাম্মাম, সৌদিআরব
১৯ পৌষ ১৪৩০, ০৩ জানুয়ারি ২০২৪