যায় না মানা চলে যাওয়া মনে আগুন জ্বলে
স্মৃতি তোমার মনের কোণে ভিড় করে দলে-দলে ।
এতো ভালোবেসে ছিলাম দেইনি কভু ফাঁকি
উজার করে সব দিয়েছি রয়নি মনে বাকী ।
বাকী ছিলো কথা সেই যে যায়নিতো আর বলা
যে কতোদিন ছিলাম সাথে হয়নিতো আর পথ চলা।
তোমার পথের হাতটি ধরে চলে গেছো দূরে
আর হবে না দেখা কভু আসবে না আর ফিরে।
মঙ্গলবার, দাম্মাম, সৌদিআরব
৩১ শ্রাবণ ১৪৩০, ১৫ আগস্ট ২০২৩