#আলোর সাথে
সত্য পথে জীবন রথে চলো আলোর সাথে,
সৎ জীবনে সততা কে আগলে দিনে-রাতে।
সুখ মেলেনা দুঃখ বিনে-
কান্নার পরে হাসির দিনে,
থাকতে ভালো পরম শান্তি খেয়ে ডালে-ভাতে।

#সত্যের জোর
মন্দ পথে চলার রথে সাহস জোগাড় লোক,
ভালোর সাথে দিনে-রাতে লেগেই থাকে শোক।
লক্ষ হাতে অসৎ সাথ
সৎ মানুষে হাজার বাত,
সত্য-মিথ্যে লড়াই শেষে- সত্যের ভরে বুক।

বুধবার, দাম্মাম, সৌদিআরব
২৯ ভাদ্র ১৪৩০, ১৩ সেপ্টেম্বর ২০২৩