#মিছেই ক্ষয়
যখন তুমি ঘুমেই থাকো অন্যে করে বিশ্ব জয়,
কে বেশি সৎ করতে প্রমাণ হবে তোমার পরাজয়।
হাহাকারে ভরবে জীবন-
শূন্যতায় কী গড়বে ভুবন?
দেয়ার ছিলো অনেক কিছু মিছেই তোমার হচ্ছে ক্ষয়।

#আলোর পথে
হারায় গেছে দিনগুলো তোর সোনালী সেই যুগে,
কতো সুখে ছিলাম আমরা সত্য সুন্দর আগে।
কোন ভুলে তোর এমন দশা
নুর হীনা আজ অলস বসা,
আয় ফিরে আয় আলোর পথে ভালো ঊষায় জাগে।

সোমবার, দাম্মাম সৌদিআরব
২৪ আশ্বিন ১৪৩০, ০৯ অক্টোবর ২০২৩