#ঠিকানা...
দুঃখ জীবন সয়ে গেছে সুখ গুলো আজ যাযাবর,
কান্না সাথী দিবা-রাতি হয়নি তো আর বাঁধা ঘর।
হাসতে মানুষ ভুলে গেছে
চোখের জলে চলছে ভেসে,
পায়নি খোঁজে ঠিকানা যায় পৃথিবীটা করছে পর।

#আলো আসবেই
সত্যরা আজ চুপসে গেছে মিথ্যের চলে জোর,
সুখ সামান্য দুঃখ নিশির হয়না তো আর ভোর।
কান্না একা ধুকে-ধুকে
অশ্রু মুছে শূন্য বুকে,
আসবে আলো মিছেই বাণী সামনে আরো ঘোর।

বৃহস্পতিবার, দাম্মাম, সৌদিআরব
১৭ কার্তিক ১৪৩০, ০২ নভেম্বর ২০২৩