মনে যদি লাগে ভালো ছড়ায় সে শুধুই আলো
মিলে গেলে এক কাতারে দূর হয়ে যায় কালো।
"একটি মনের দুইটি দেহ
এক ছাড়া এক বাঁচেনা কেহ"
ভালোবাসায় ডুবে তারা আঁধারে প্রদীপ জ্বালো ।

১৭ জুলাই ২০১৯