হাজার দুঃখের হাসি বোবা সুখ যে আজ বধির,
কান্নারই জল মুছেই মানুষ আজ আহ্লাদে অধীর।
আপন যারে আমি ভাবি
তার কাছে তো একটা দাবী,
হাত ধরো সই তোমাকেই কই; ডাকলে হবো হাজির।
রবিবার, দাম্মাম, সৌদিআরব
১৯ ভাদ্র ১৪৩০, ০৩ সেপ্টেম্বর ২০২৩
- রীনা বিশ্বাস-হাসি (মৈত্রেয়ী কবি) কে উৎসর্গ করে।