উন্নয়নের সেই জোয়ারে ভাসছে আমার দেশ
ধনী আরো হচ্ছে ধনী গরীবেরাই নিঃশেষ ।
যুগে-যুগে খাচ্ছে যে মার নিঃস্ব গরীব যারা,
ধনীরা সব আরাম-আয়েশ একলা ভোগে তারা।
উপর তলার মানুষগুলোর নীচ তলাতে নজর নাই,
খাইলো সবাই খাচ্ছে সবই তবু আরো খাই-খাই ।
সব চোরেরা এক হয়েছে করছে দেশে লুট,
কর্তা মশাই ছাড় দিয়েছেন তাই পেয়েছে ছুট!
বালিশ খাইলো পর্দা খাইলো খাইলো শেয়ার বাজার,
নিজের ভেবে খাচ্ছে সবই এইদেশ কোন সে রাজার !
রাজা আছে রাজ্য আছে আছে উজির-নাজির,
সব শালারাই চোরের খনি সোনার বাংলায় নজির।
২০ ভাদ্র ১৪২৬, ০৪ সেপ্টেম্বর ২০১৯