প্রেমেতে যতো সুখ আছে, আছে ততো দুঃখ,
প্রেমেতে মজলে পরে যে বিশাল জিনিস সূক্ষ্ণ ।
তবু আসে প্রেম জীবনে; জীবন হাসায়-কাঁদায়,
কভু কাছে এসে দূরে গিয়ে জলে ভাসায় ।
এবং ভুলে যে যায় আবার মনে জেগে উঠে
তবু যে মন ভালোবাসার কাছেই যায় যে ছুটে।
অহ্ প্রেম আহ্ প্রেম ডুব দিয়ে যায় সাগরে,
মুক্ত খুঁজে ক্লান্ত চোখে সাজায় নীড় কিনারে ।
২৩ ডিসেম্বর ২০১৭