হাত ধরে যার চলছে জীবন সুখের আশায় তোর,
আসেনি তো সুখ জীবনে হয়নি তো আর ভোর।
তোর বাঁধনে আছে কি সে?
তোকে কি সে ভালোবাসে,
মিটবে কি তোর মনের আবেগ কাটবে কি এই ঘোর।

বৃহস্পতিবার, দাম্মাম, সৌদিআরব
১৭ কার্তিক ১৪৩০, ০২ নভেম্বর ২০২৩