এক জীবনের ব্যথা গুলো গাঁথা রাখুক এক মনে,
মনোহর প্রেম মিলন বেলা থাকুক সব আপনজনে।
দূর করে সব মনেরই ক্রোধ
হউক না উদয় সুখের-ই বোধ,
উতরে উঠে সুপ্ত আবেগ জ্বলছে ক্ষণে-ক্ষণে।

মঙ্গলবার, দাম্মাম সৌদিআরব,
০১ কার্তিক ১৪৩০, ১৭ অক্টোবর ২০২৩