#ভালোবাসার প্রসাদ
উতরে উঠে মনের আবেগ প্রেম যমুনার ঝরে,
নিত্য বাজে প্রেমের রাজে সারা জীবন ধরে।
মুগ্ধ হলেম তার ঝলকে-
ডুবে গেলেম এক পলকে,
ভয় ভীতি সব ভুলে ভালোবাসার প্রসাদ গড়ে।

#প্রিয়তির প্রেম সাগরে
দেখতে যারে মনে ধরে পড়েনা আর পলক,
মনের ঘরে মিষ্টি ঝরে নিত্য রাজের ঝলক।
মুগ্ধ তার-ই প্রেমের যাদু
ছড়ায় বুকে সুখের মধু,
ডুবে গিয়ে প্রেম সাগরে প্রিয়তি সেই কনক।

বুধবার, দাম্মাম, সৌদিআরব
২৩ কার্তিক ১৪৩০, ০৮ নভেম্বর ২০২৩