যখন তোমার কানে যাবে খবর
মরে গেছি আমি দিতে হবে কবর ।
হয়তো তুমি আসবে না মনের জিদে
ক্ষোভ যা ছিলো তাই গেলো জিতে ।
সবাই যেমন যায় ভুলে; তুমিও যাবে
মিছে মায়ায় কেন শুধু-শুধু দুঃখ পাবে।
ভুলেই কী এতো বেশি ভালোবেসেছিলে
বিনিময়ে তুমি শুধু দুঃখই পেলে ।
পাষাণ পৃথিবীর এই পাষাণ মানুষ
আমি আজো রইলাম হলো না হুঁশ ।
তোমার মনে বিষাদের আগুন জ্বেলে
হারিয়ে গেলাম দূরে তোমায় একা পেলে ।
তবু, শেষ বিদায়ে ক্ষমা করে দিও
ভুল যতো মনের ক্ষত ভুলে যেও ।
আসলে তোমায় দুঃখি দেখতে পাবো না বলেই
নীরবে দূরে সরে গেলাম চলেই ।
আমার সময় শেষ সেতো অল্পকয় দিনে
তাই তো বাঁধিনি তোমায় মিছে মায়া ঋণে ।
ভালো থেকো সুখে থেকো সুখের মিনারে
সেই হাসি মুখ দেখে সুখি হবো মৃত্যু কিনারে ।।
০২/০৯/২০০০ ইং