আজ শুভ-বিবাহ তোমার
কাল ছিলো গায়ে হলুদ জানি!
আজ আমার প্রেমের মৃত্যু
আগামী কাল যে কূলখানি।
ঐ মিষ্টি হাসি কেঁড়েছিলো অন্তর
করলে মাতাল প্রেমে পাগল,
দুষ্ট চোখের দৃষ্টিতে করলে খুন
আজ অবজ্ঞায় বানালে ছাগল।
পথে বসিয়ে অন্তরাল থেকে
বলোনা তুমি কী সুখ ফেলে,
কোন লোভে আমায় একা
মিথ্যে অপবাধে চলে গেলে।
হাজার বছর ভালোবাসেও মিটবে না তো
মনের আশা; হবে না পূর্ণ জীবন,
থাকতে শূর্নতা কি করে এক নিমিষে
আপন থেকে ঠেলে দিলে মরণ।
কি করে হলে এতোটা নির্দয়
দুঃখের সাগরে ভাসালে সর্বনাশী,
মিথ্যে সুখের আশায় আমায় তুমি
চলে গেলে তবু তোমায় ভালোবাসি।
১৬ সেপ্টেম্বর ২০০০ইং