তোমার আকাশে যাবোনা দুঃখের রজনী হতে-
তোমার বাগানে ফুটবো না কান্নার স্বজনী হয়ে।
আমি যা আছি তাই থাকবো! দূর থেকে কামনা সুখি তুমি হও।
‘কান্না যদি হয় ভালবাসার আপর নাম
তবে কেন মিছে সুখের স্বপ্ন দেখিয়ে করলে বদনাম’
সুপ্ত জীবনে জাগালে হাসি আনন্দ
দুঃখের দেখায় স্বপ্নভঙ্গ লাগছে সব মন্দ।
দুঃখের সাথী হবো একা জানা ছিল না
একাকী জীবন ভালোই ছিল; নেই কোন বাহানা।
‘সুখের আশায় আমায় তুমি পথে নামালে-
মাঝ পথে একা রেখে তুমি হারালে’।


০৪ সেপ্টেম্বর ২০০০ইং