কেটেছে কতো দিন আর রাত তোমার প্রতীক্ষায়
নিঃস্ব আমি একা জীবন! কে নেবে এই দায়।
অনেকটা পথ এসে দেখি তুমি অন্যের ঘরনী
পুরোনো সব স্মৃতি ভুলে গেছো কি স্বজনী।
ভালোবাসার ডালটি শুকায় পাঁপড়ী গুলো ঝরে
শুকনো পাতার মর্মরে আজ ভালোবাসা মরে।
আশা ছিলো তোমায় নিয়ে বাঁধবো সুখের ঘর
মিথ্যে করে স্বপ্ন যতো করলে আমায় পর।
মনে বড় দাগ দিয়ে আজ যাচ্ছো সুখের নীড়ে
তোমার দেয়া এই বেদনা আসবে আবার ফিরে।
ঝরবে বুঝি আঁখি দুটি দুঃখ খোপায় বেঁধে,
কাটবে তোমার দিবস-রাতি একা কেঁদে-কেঁদে।

কুমিল্লা
১০ জানুয়ারি ২০০১