ছবি তোমার সামনে রেখে ভাবছি বসে আনমনে
সে যে চলে গেলে, হারালে অজানা কোন বনে,
নাওনি খবর, দাওনি খবর, ছিলে তুমি কোন মনে
আসবে ক’বে, ফিরবে যবে, ভাসবে ভুবন সুখের বানে।
বৃষ্টি ভেজা গতর তোমার, মধুর যৌবন টনটনে
পশম উঠে শিরশিরিয়ে, পেলে তোমায় সঙ্গোপনে,
মিষ্টি মধুর বৃষ্টি দিনের কালজয়ী সেই স্মৃতির বিনে
ভাল্লাগেনা কোন কিছুই, আছে কি তা স্মরণে ।
জাগে মনে শিহরন, ফিরে যাই মধুর সেই ক্ষণে
বুকের মাঝে সুর বাজে নতুন-নতুন গানে,
ছোঁয়া তোমার পেতে বড় সাধ জাগে এই মনে
তোমায় চাই চিরদিনের তরে, জীবনে কিংবা মরণে।
কুমিল্লা
০৬ অক্টোবর ২০০০ ইং