ভালোবেসে-ভালোবেসে নিঃস্ব হলাম অবশেষে
প্রতিদানে কি পেয়েছি কি হারাইছি হিসেব কষে ।
শূনতা যে সঙ্গী এখন একাই কাঁদি একাই হাসি
ব্যথার সাগর বুকে নিয়ে তবু তোমায় ভালোবাসি ।
জানতাম যদি বাসলে ভালো জীবন হবে কালো
আঁধার থেকে দূরেই সদাই রাখতাম না আর আলো ।
কান্নাই যখন সঙ্গী বুকে ব্যথা চোখেতে জল
এলোমেলো যতো গুলো হতো না আর বিফল ।
কষ্ট গুলো বিলায় আকাশ মেঘ গুলোকে সাদায় ভরে
শেষ আকাশে রংধনুতে বিলিয়ে দিতাম দূর করে ।
২৭ অক্টোবর ২০০০ ইং